প্রত্যেক মুসলিমের জন্য কতটুকু জ্ঞানার্জন করা ফরয?

উত্তর : প্রত্যেক মুসলিমের জন্য দ্বীন সম্পর্কে জ্ঞান অন্বেষণ করা ফরজ। তাকে কমপক্ষে এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু না হলে দ্বীনের মৌলিক বিষয়গুলো পালন করা সম্ভব নয়।
যেমন ইসলাম ও ঈমানের রোকনসমূহ এবং এগুলো বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, তাওহীদ ও শিরক, দ্বীনের স্তর সমূহ, ইবাদত কবুলের শর্তাবলী, ইসলাম বা ঈমান ভঙ্গকারী বিষয় সমূহ, সালাত শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে সূরা ফাতিহা সহ ছোট ছোট কয়েকটি সূরার বিশুদ্ধ তেলাওয়াত,‌ হালাল-হারাম সম্পর্কে মৌলিক জ্ঞান ইত্যাদি।
এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা আবশ্যক নয়। তবে ন্যূনতম এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যেন জ্ঞানের আলোকে ফরজ এবাদত গুলো সঠিক পদ্ধতিতে সম্পন্ন করা যায় এবং হালাল-হারাম জেনে বুঝে জীবন যাপন করা সম্ভব হয়।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।

উত্তর প্রদানে : আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

Share: