নিয়ত ছাড়া সালাত আদায় করলে তা বাতিল বলে গণ্য হবে

আপনি যদি নিয়ত ছাড়া সালাত আদায় করেন তাহলে তা বাতিল বলে গণ্য হবে। কারণ, নিয়ত করা নামাযের অন্যতম শর্ত। পাক-পবিত্রতা, সতর ঢাকা, কেবলামূখী হওয়া ইত্যাদি শর্ত পালন ছাড়া যেভাবে সালাত শুদ্ধ হবে না তদ্রুপ যদি ফরয, সুন্নত, নফল, তাহিয়াতুল মসজিদ, কাযা বা অন্য কোন নামাযের নিয়ত না করা হয় তাহলেও তা বাতিল বলে গণ্য হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى
“প্রত্যেকটি আমল নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে।” (বুখারী ও মুসলিম)
উল্লেখ্য যে, নিয়তের পদ্ধতি হল, আপনি কোন নামায কয় রাকাআত পড়বেন তা অন্তরে উপস্থিত রাখবেন। অর্থাৎ নিয়ত থাকবে মনের মধ্যে। তা মুখে উচ্চারণ করা বিদআত।
নামাজ-রোজা ইত্যাদির শুরুতে প্রচলিত গদবাধা নিয়ত (নাওয়াইতু আন….) এর শরীয়তে কোন ভিত্তি নাই। তাই তা বিদআত এবং অবশ্যই পরিত্যাজ্য।
আল্লাহু আলাম
————
আব্দুল্লাহিল হাদী বিন আবদুল জলীল।।

Share: