নিজ বাড়িতে প্রবেশের পূর্বে কী কী আমল করতে হয়

প্রশ্ন: নিজ বাড়িতে প্রবেশের পূর্বে কী কী আমল করতে হয়?
উত্তর:
নিজ বাড়িতে প্রবেশের পূর্বে সুন্নত সম্মত আমল সমূহ হল, বাড়িতে প্রবেশের বিশেষ দুআ পাঠ, আল্লাহর জিকির-আজকার করা, সালাম প্রদান ও মিসওয়াক করা।
নিম্নে এ সংক্রান্ত আয়াত ও হাদিস পেশ করা হল:
◈ ১) বাড়িতে প্রবেশের দুআ পাঠ করা:
হাদিসে বাড়িতে প্রবেশের যে দুআ বর্ণিত হয়েছে তা হল:
«بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا»
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিস্‌মিল্লাহি খারাজনা, ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।
অর্থ: “আল্লাহ্‌র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্‌র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম। অতঃপর ঘরের লোকজনকে সালাম দিবে।” [আবু দাউদ ৪/৩২৫, ৫০৯৬-আল্লামা ইবনে বায রহ. তার তুহফাতুল আখইয়ার গ্রন্থে পৃষ্ঠা ২৮ এর সনদকে হাসান বলেছেন]
◈ ২) বাড়িতে প্রবেশের সময় দুআ পাঠের পাশাপাশি অন্যান্য জিকির-আজকার করা:
সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ، فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ، قالَ الشَّيْطَانُ: لا مَبِيتَ لَكُمْ، وَلَا عَشَاءَ
“যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে, আর প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান (নিজ সঙ্গীদেরকে) বলে, তোমাদের কোনো বাসস্থান নেই, তোমাদের রাতের কোনও খাবার নেই।” [সহিহ মুসলিম, হা/২০১৮।]
◈ ৩) বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়া সুন্নত:
আল্লাহ তাআলা বলেন,
فَإِذَا دَخَلْتُم بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّـهِ مُبَارَكَةً طَيِّبَةً
“অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ কর, তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দুআ।” (সূরা নূর: ৬১)
◈ ৪) মিসওয়াক করা:
উম্মুল মুমিনীন আয়েশা রা. বর্ণনা করেন,
أَنّ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ كَانَ إِذَا دَخَلَ بَيْتَهُ بَدَأَ بِالسِّوَاكِ
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের পর সর্ব প্রথম মিসওয়াক করতেন।” [সহিহ মুসলিম, হা/২৫৩]
এ হাদিস থেকে বোঝা যায়, ঘরে পরিবার-পরিজনের কাছে যাওয়ার পর প্রথমে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নেয়া, বিশেষ করে দাঁতের পরিচ্ছন্নতা ও মুখের দুর্গন্ধ দূর করা উচিৎ।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।
Share: