নাপাক কাপড়ে ওজু করা

প্রশ্ন: নাপাক কাপড় পরে ওজু করে নামাজ এর সময় পাক কাপড় পরলে কি ওজু থাকবে?

উত্তর:

উত্তর: নাপাক কাপড়ে ওজু করা ওজু করার সময় নাপাক কাপড় পরে থাকলে ওজুর কোন ক্ষতি হবে না। তবে সালাতের পূর্বে অবশ্যই তা পরিবর্তন করত: পবিত্র কাপড় পরিধান করতে হবে। কেননা সালাতের জন্য পবিত্রতা (শরীর, কাপড় ও সালাতের স্থান) পূর্ব শর্ত।

উল্লেখ্য যে, কাপড় পরিবর্তন করার কারণে ওজু ভঙ্গ হবে না- সতর খুলে গেলেও। অবশ্য যদি এ সময় লজ্জাস্থানে কাপড় বা কোন কিছুর আবরণ ছাড়া সরাসরি হাতের স্পর্শ লাগে তাহলে ওযু নষ্ট হয়ে যাবে এবং সালাতের পূর্বে পূণরায় ওজু করতে হবে। (এ বিষয়ে দ্বিমত থাকলেও এটি অধিক বিশুদ্ধ মত)
কেননা মারুফ সূত্রে আবু হুরাইরা রা. থেকে বর্ণিত:
إذا أفضى أحدكم بيده إلى ذكره ليس بينه وبينها شيء فليتوضأ
“যে ব্যক্তি তার লিঙ্গ স্পর্শ করবে, এমতাবস্থায় তার মাঝে ও লিঙ্গের মাঝে কোন পর্দা থাকে না সে যেন ওযু করে।” হাসান; দারাকুতনী (১/১৪৭), বাইহাক্বী (১/১৩৩) সিলসিলা আস-সহীহাহ (১২৩৫)।

আমর বিন শু‘আইব তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
“من مس ذكره فليتوضأ وأيما امرأة مست فرضها فلتتوضأ
“যে ব্যক্তি তার লিঙ্গ স্পর্শ করবে, সে যেন ওযু করে এবং কোন মহিলা যদি তার লজ্জা স্থান স্পর্শ করে তাহলে সে যেন ওযু করে।” [সহীহ লিগায়রিহী; আহমাদ (২/২২৩), বাইহাক্বী (১/১৩২)।
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল, সৌদি আরব।

Share: