নবী-রাসূলদের নামের ওসীলায় জান্নাতে প্রবেশ

প্রশ্ন: অনেকেই ধারণা করে যে, সন্তানদের নাম নবী-রাসূলের নাম অনুসারে রাখলে হাশরের ময়দানে এই নামের উছিলায় আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। এই ধারণাটি কি ইসলাম মোতাবেক সঠিক?

উত্তর:
‘নবী-রাসূলদের নামে সন্তানের নামকরণ করা হলে তাদের নামের উসিলায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন- এটি একটি ভ্রান্ত কথা ও ভুল ধারণা। শুধু নামের ওসিলায় কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না যদি তার শিরক মুক্ত ঈমান ও বিদআত মুক্ত আমল না থাকে।
জান্নাতে প্রবেশের জন্য অবশ্যই এই দুটি প্রধান শর্ত।

কারো যদি খুব সুন্দর ইসলামিক নাম হয় কিন্তু সে যদি শিরক, বিদআত এবং পাপাচারে লিপ্ত থাকে তাহলে সে মুক্তি পাবে না বরং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
পক্ষান্তরে যদি কারো নাম নবী, রাসুল বা সাহাবীদের নামের মতো নাও হয় কিন্তু সে ঈমান, আমল,তাকওয়া এবং দ্বীনদারীতে অগ্রগামী হয় তাহলে আশা করা যায় যে, সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ।
অবশ্য মানুষের জীবনে সুন্দর ও ভালো অর্থবোধক নাম এর প্রভাব রয়েছে। তাই নামকরণের ক্ষেত্রে নবী-রাসূল, সাহাবায়ে কেরাম, যুগে যুগে বড় আলেম এবং মনীষীদের নামে নামকরণ করা উত্তম। আল্লাহু আলম
▬▬▬◑◑◑◑▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।।