পিতামাতা ও স্বামী-সন্তানের জন্য দুআ করলে তারা দুনিয়া ও আখিরাতে এর দ্বারা উপকৃত হয়
প্রশ্ন: আমি আমার পিতামাতা ও স্বামীর জন্য দুনিয়া ও আখিরাতের অনেক অনেক দোয়া করি। এই দোয়ার কারণে কী তারা কিয়ামতে উপকৃত হবে? উত্তর: জি, অবশ্যই হবে। আপনার এই দোয়ার কারণে আপনার পিতামাতা ও স্বামী কিয়ামতের দিন উপকৃত হবেন, ইনশা আল্লাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: إِذَا مَاتَ الإنْسَانُ انْقَطَعَ عنْه عَمَلُهُ إِلَّا مِن ثَلَاثَةٍ: …