দুয়া কুনুত পড়ার কি বাধ্যতামূলক? না পড়লে কি ক্ষতি হবে? আর এই দুয়া কুনুত কখন পড়তে হয়?

উত্তর:
বিতির সালাতের শেষ রাকাআতে রুকু থেকে উঠে (অথবা রুকুতে যাওয়ার পূর্বে) মুনাজাতের ভঙ্গিতে দু হাত তুলে দুআ কুনুত পাঠ করা মুস্তাহাব; ওয়াজিব নয়। এটাই অধিক বিশুদ্ধ অভিমত।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA

Share: