প্রশ্ন: “দুআ করার সময় হাঁচি আসলে তা কবুল হয়” এটা কি প্রচলিত ভ্রান্ত ধারণা নাকি সহিহ হাদিস?
উত্তর:
এ মর্মে একটি হাদিস পাওয়া যায় কিন্তু বিজ্ঞ মুহাদ্দিসগণের দৃষ্টিতে তা সহিহ নয়। হাদিসটি হল,
روى أبو نعيم من حديث أبي رهم السمعي أنه قال قال رسول الله صلى الله عليه وسلم : وإنَّ ممَّا يُسْتجابُ بِهِ عندَ الدعاءِ العطاسُ-شرح البخاري لابن الملقن-قال في إسناده معاوية بن يحيى الأطرابلسي ضعفوه
আবু নুআইম বর্ণনা করেন, আবি রাহাম সামঈ থেকে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে সব কারণে দুআ কবুল হয় সেগুলোর মধ্যে অন্যতম হল, দুআর সময় হাঁচি দেয়া।”
❑ হাদিসটির মান:
◈ আজলুনি তার বিখ্যাত জাল ও দুর্বল হাদিস সংকলন ‘কাশফুল খাফা ওয়া মুযিলুল ইলবাস’ গ্রন্থে বলেন, এটি জইফ (দুর্বল)।
◈ সহিহ বুখারি ব্যাখ্যাকার ইবনুল মুলাক্কিন বলেন,
في إسناده معاوية بن يحيى الأطرابلسي ضعفوه
“এর বর্ণনা সূত্রে মুয়াবিয়া বিন ইয়াহিয়া আতরাবলুসি নামক একজন বর্ণনাকারী আছে। মুহাদ্দিসগণ তাকে জইফ বলেছেন।” (শারহুল বুখারি ২৭/৬২০)
◈ বায়হাকি বলেন, إسناده فيه ضعف “এর সনদে দুর্বলতা আছে।” (শুআবুল ঈমান, ৭/৩০৮৮)
◈ আলবানি বলেন, এটি জইফ বা দুর্বল। (যাঈফুল জামে/১৯৮৬)। এছাড়াও অন্যান্য মুহাদ্দিসগণ এটিকে দুর্বল বলেছেন।
আল্লাহু আলাম।
▬▬▬▬◈◯◈▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।