দাঁড়িয়ে পেশাব করার বিধান এবং পেশাব-পায়খানার সময় হাঁচি আসলে আলহামদু লিল্লাহ’ বলা যাবে কি

প্রশ্ন: ১. দাঁড়িয়ে পেশাব করার বিধান কি?
২. যদি পেশাব-পায়খানার সময় হাঁচি আসে তাহলে তার পরে কি ‘আলহামদু লিল্লাহ’ বলা যাবে?
——————
উত্তর:
▪ ১) দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে দুইটি শর্তে:
ক. এমন স্থানে হতে হবে যে কেউ যেন লজ্জা স্থান না দেখে।
খ. পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে। অর্থাৎ পেশাবের ছিটা যেন কাপড় বা শরীরে এসে পড়ে না লাগে। (আল্লামা উসাইমীন রহ.)

▪ ২) পেশাব-পায়খানা রত অবস্থায় (টয়লেটে হোক বা বাইরে হোক) বা টয়লেটে অবস্থানের সময় হাঁচি আসলে মনে মনে ‘আলহামদু লিল্লাহ’ পাঠ করা যেতে পারে। কিন্তু আল্লাহর সম্মানে টয়লেটের মধ্যে মুখে উচ্চারণ করে দোয়া, যিকির, তাসবীহ ইত্যাদি পাঠ করা উচিত নয়। (ইমাম নওবী রাহ.)
———–
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব

Share: