তাফহীমুল কুরআন, যিলালুল কুরআন, সংক্ষিপ্ত মাআরেফুল কুরআন- এ তিনটি তাফসীর প্রসঙ্গে মতামত এবং অধিক নির্ভরযোগ তাফসীর

তাফহীমুল কুরআন- লেখক: মাও. মওদূদী (প্রতিষ্ঠাতা জামাআতে ইসলামী, পাকিস্তান)
যিলালুল কুরআন-লেখক: সইয়েদ কুতুব (জামাআতু ইখওয়ানিল মুসলিমীন এর একজন চিন্তাবিদ ও নেতা,-মিসর)
 এবং সংক্ষিপ্ত মাআরেফুল কুরআন। (মূল লেখক: মুফতি মুহাম্মদ শফী-ভারত। বাংলা অনুবাদক: মাও. মহিউদ্দীন খাঁন।)
এই তিনটি তাফসীরের ব্যাপারে অনেক বিজ্ঞ মুহাক্কিক আলেম আপত্তি করেছেন। কেননা, এগুলোতে অনেক আকীদা বিরোধী ও আপত্তিকর কথা যুক্ত করা হয়েছে। মহিউদ্দীন খান কর্তৃক অনুদিত তাফসীরটি সউদী আরবের কিং ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস থেকে ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করার পর তাতে আকীদাগত বেশ কিছু ত্রুটি ধরা পড়ার প্রেক্ষিতে সউদী সরকার তা ইতোমধ্যে নিষিদ্ধ করেছে।
তাই বলব, সাধারণ মানুষ যাদের সঠিক-বেঠিক পার্থক্য করার ক্ষমতা নেই তাদের এ সকল তাফসীর না পড়াই নিরাপদ। বরং সর্বজনগ্রায্য তাফসীরে ইবনে কাসীর (যদিও এটা অনেক বড় সাইজের তাফসীর) অনুরূপভাবে তাফসীর আহসানুল বায়ান (সংক্ষিপ্ত) ইত্যাদি পড়তে পারেন। আল্লাহু আলাম।
ডাউনলোড করুন:
👇👇
‘তাফসীর আহসানুল বায়ান’ (২০ এমবি)
https://salafibd.wordpress.com/…/tafsir-ahsanul-bayan-bang…/
তাফসীর ইবনে কাসীর (১-১৮ খণ্ড)
https://salafibd.wordpress.com/20…/…/07/islami-bangla-books/
———-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী।।