টয়লেটে যাওয়ার সময় মাথায় কাপড় দেয়ার ব্যাপারে কোন সহীহ হাদিস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেটে যাওয়ার সময় মাথা ঢাকতেন-মর্মে দুটি হাদিস পাওয়া যায় তবে। সেগুলো মুহাদ্দিসীনদের মতে যঈফ বা দুর্বল।
তবে কোন কোন সালাফ বা পূর্বসূরি থেকে টয়লেটে যাওয়ার সময় মাথা ঢাকাকে একটি আদব ও সৌন্দর্য হিসেবে উল্লেখিত হয়েছে।
আল্লামা ইবনে উসাইমীন রহঃ বলেন:
“মাথা খোলা অবস্থায় টয়লেটে যেতে কোন সমস্যা নেই। তবে ফকীহগণ এ সময় মাথা ঢাকাকে মুস্তাহাব বলেছেন। (ফাতাওয়া ওয়া রাসায়েলে উসাইমীন ১১/৬৮)
সুতরাং নারী-পুরুষ নির্বিশেষে মাথা খোলা অবস্থায় টয়লেটে প্রবেশ করতে শরীয়তে কোন বাধা নেই। তবে কেবল আদব হিসেবে মাথা ঢাকা যেতে পারে। তবে তাকে সুন্নত মনে করা যাবে না। আল্লাহু আলাম।
▬▬▬▬✪✪✪▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব