প্রশ্ন: আমি ফেইসবুকে অনেকের ছবি দেখি, তারা মসজিদের উপরে উঠে জুতা পরা অবস্থায় ঘুরাফেরা করে। এতে কি তাদের কোন পাপ হবে কি না? ঘুরাঘুরি করার জন্য অনেকেই মসজিদের উপরে গম্বুজ এর সাথে ছবি তুলে জুতা পড়া অবস্থায়। এতে কি পাপ হবে?
উত্তর:
মসজিদের ছাদে চলাফেরা করার সময় পায়ে ইট, পাথর, কাটা ইত্যাদির আঘাত বা ধুলাবালি ও ময়লা-আবর্জনা থেকে বাঁচার উদ্দেশ্যে পায়ের জুতা পড়ে উঠলে কোন সমস্যা নেই। আর সাধারণত: মানুষ এই উদ্দেশ্যেই জুতা পরে।
তবে মসজিদ কে অপমান করার উদ্দেশ্য যদি কেউ জুতা পড়ে উঠে তাহলে নিঃসন্দেহে গুনাহ হবে।
উল্লেখ্য যে, জুতায় যদি নাপাকি লেগে না থাকে তাহলে জুতা পরেও সালাত আদায় করা জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় জুতা পরে সালাত আদায় করেছেন। সে হিসেবে বিশেষ প্রয়োজন বোধে মসজিদের প্রতি সম্মানবোধ বজায় রেখে মসজিদের মধ্যেও জুতা পরে প্রবেশ করা বৈধ। যেমন: মসজিদ মেরামত, মসজিদ নির্মাণ, কোনো কারণবশত মসজিদে অতিরিক্ত ময়লা আবর্জনা থাকলে ইত্যাদি।
আল্লাহু আলাম।
– আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল –