চুলে পেঁয়াজের রস লাগানো হলে সে অবস্থায় কি সালাত পড়া যাবে?

প্রশ্ন: চুলে পেঁয়াজের রস লাগানো হলে সে অবস্থায় কি সালাত পড়া যাবে?

উত্তর:
হাদিসে দুর্গন্ধযুক্ত জিনিস তথা কাঁচা পেঁয়াজ, রসুন, কুররাস (পেঁয়াজ বা রসুন জাতীয় এক প্রকার উদ্ভিদ) ইত্যাদি খেয়ে (মুখকে দুর্গন্ধমুক্ত না করে) মসজিদে যেতে বা সালাত আদায় করতে বারণ করা হয়েছে। এটি মাকরূহ।
যেমন:
প্রখ্যাত জাবির রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا، أَوْ قَالَ: فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا ، وَلْيَقْعُدْ فِى بَيْتِهِ
“যে ব্যক্তি রসুন কিংবা পেঁয়াজ খাবে, সে যেন আমাদের থেকে দূরে থাকে। অথবা তিনি বলেছেন, সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং নিজ বাড়ীতে বসে থাকে।” [বুখারী, মুসলিম, মিশকাত, হা/৪১৭৯]

মুসলিম শরীফের বর্ণনায় এসেছে,
مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ، فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ
“যে ব্যক্তি পেঁয়াজ, রসুন ও কুররাস (*) খাবে, সে যেন আমাদের মসজিদের কাছেও যে আসে। কেননা বনি আদম যাতে কষ্ট পায় ফিরিশতারাও তাতে কষ্ট পায়’। [মুসলিম, হা/৫৬৪]

এ সকল হাদিসের আলোকে আলেমদের বক্তব্য হল, দুর্গন্ধ নিয়ে সালাত আদায় করা উচিৎ নয়।
তবে যদি এ কথা সত্য হয় যে, পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে, চুলপড়া কমায় এবং চুলের গোঁড়া শক্ত করে ইত্যাদি আর কেউ যদি এ সব উদ্দেশ্যে টনিক হিসেবে মাথায় তা ব্যবহার করে তাহলে ইনশাআল্লাহ সালাত মাকরূহ হবে না। কেননা তা জরুরত (প্রয়োজন)। তবে যদি সালাতের পর্যাপ্ত সময় সামনে রেখে তা ব্যবহার করা হয় এবং সালাতের আগে তা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে দুর্গন্ধমুক্ত হয়ে সালাত আদায় করা হয় তাহলে নি:সন্দেহে তা উত্তম।
আল্লাহু আলাম।
————–
(*) কুররাস এক প্রকার গন্ধযুক্ত সবজি। এর কতক পেঁয়াজ ও কতক রসুনের মত দেখায়। উর্দুতে একে ‘গন্দনা’ বলে। আল্লাহু্ আলাম।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

Share: