কোন সেই ইবাদত যার জন্য

প্রশ্ন: কোন সেই ইবাদত যার জন্য:
◆ কোনও কষ্ট-পরিশ্রম করতে হয় না।
◆ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় না।
◆ অর্থ ব্যয় করতে হয় না।
◆ পবিত্রতা তথা ওজু-গোসল লাগে না।
◆ দিন-রাত-সকাল-সন্ধ্যা যে কোন সময় করা যায়।
◆ দাঁড়ানো, বসা, শোয়া- যে কোন অবস্থায় করা যায়।
◆ কিবলা মুখী হতে হয় না অথচ অধিকাংশ মানুষ সেটা থেকে অনেক দূরে?

উত্তর:
অন্তরের ইবাদত। যেমন:
◈ আল্লাহ, রসুল, ফেরেশতা ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা,
◈ অন্তরে ইখলাস বা একনিষ্ঠতা জাগ্রত রাখা,
◈ ভালো কাজের নিয়ত করা,
◈ মনে মনে আল্লাহর জিকির করা,
◈ আল্লাহকে ভয় করা,
◈ আল্লাহকে ভালবাসা।
◈ আল্লাহর নিকট আশা করা,
◈ আল্লাহর উপরে তাওয়াককুল বা ভরসা করা,
◈ আল্লাহর উপর আস্থা রাখা।
◈ আল্লাহর অপার ক্ষমতা এবং তার সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা-ভাবনা করা‌ ইত্যাদি।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

Share: