কোন অমুসলিমকে দান করলে কি নেকি পাওয়া যাবে

উত্তর: ইসলাম মানবতার ধর্ম। ইসলাম মানুষের কল্যাণে অবদান রাখতে উৎসাহিত করে। সুতরাং কিছু শর্ত সাপেক্ষে গরিব-অসহায় অমুসলিমকে তার চিকিৎসা, আর্থিক অনটন বা তার অন্যান্য প্রয়োজনে দান করলেও সাওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।

মুসলিম, অমুসলিম, বনের পশু,পাখি সহ সকল জীবের প্রতি দয়া করা আমাদের কর্তব্য। এতে ইনশাআল্লাহ আমরা অগণিত সওয়াব অর্জন করতে সক্ষম হবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
فِى كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ
“প্রত্যেক তাজা কলিজার বিনিময়ে নেকি রয়েছে।” [বুখারী হা/৩৩২১; মুসলিম হা/২২৪৪]
– হাদিসে বর্ণিত হয়েছে, এক বেশ্যা নারী এক পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মোচন করে তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিয়েছেন।

তাছাড়া আপনার এই উদারতা, সহানুভূতি ও আর্থিক সাহায্য পেয়ে হয়ত সেই অমুসলিম ব্যক্তিটি ইসলামের প্রতি আকৃষ্ট হবে এবং হেদায়েতের ছায়াতলে আশ্রয় নেবে। তখন এটি আপনার জন্য আরও বেশি কল্যাণকর হবে ইনশাআল্লাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ

“তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন লোককেও হেদায়েত দেন তবে তা তোমার জন্য একটি লাল উট পাওয়া থেকেও উত্তম।” [সহিহ বুখারী]

◈ তবে কোনও হারবি কাফের বা মুসলিমদের সাথে যুদ্ধরত কোন কাফেরকে দান করা বা কোনও ধরণের সাহায্য-সহযোগিতা করা জায়েজ নেই।
আল্লাহ তাআলা বলেন,
لَّا يَنْهَاكُمُ اللَّـهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَارِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ ۚ إِنَّ اللَّـهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
“দ্বীন-ইসলামের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করে নি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফ কারীদেরকে ভালবাসেন।” [সূরা মুমতাহিনা: ৮]

◈ অনুরূপভাবে কোনও অমুসলিমকে তাদের ধর্মীয় কাজ বা হারাম কাজের উদ্দেশ্য দান করা হারাম।
মহান আল্লাহ বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
“তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সহায়তা করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না।” [সূরা মায়িদা: ২]

▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

Share: