কোনো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে যদি কেও ৪০ দিন সুরা ইয়াসিন পাঠ করে

প্রশ্ন :কোনো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে যদি কেও ৪০ দিন সুরা ইয়াসিন পাঠ করা হয় তাহলে মৃত ব্যক্তির কবরের আযাব মাফ হবে, কথাটা কতটুকু সত্য?

উত্তর : কোন ব্যক্তি যদি বেঁচে থাকা অবস্থায় কুরআন-সুন্নাহর অনুসরণে আমল না করে তাহলে তার কবরের পাশে কেবল সূরা ইয়াসিন নয় যদি পূরো কুরআন কেবল ৪০ দিন নয় বরং সারা বছর তিলাওয়াত করা হয় তারপরও তার কোন কাজে লাগবে না।
মৃত প্রায় বা মারা গেছে এমন ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়ার হাদিসটি সহীহ নয় বরং যঈফ।
গোরস্থান কুরআন তিলাওয়াতের স্থান নয়। কুরআন মৃত মানুষের কোন উপকার করবে না। কেননা কুরআন এসেছে জীবিত মানুষের দুনিয়া ও আখিরাতের দিকনির্দেশনার জন্য; মৃত মানুষের জন্য নয়। আল্লাহু আলাম

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Share: