আমি ইয়াতিম খানার কিছু ছেলেদের খানা খাওয়াব নিয়ত করেছি ইন শা আল্লাহ। তবে আমার নিয়তে নাই যে তারা খানা শেষে আমার জন্য দোয়া করবে

প্রশ্ন : আমি ইয়াতিম খানার কিছু ছেলেদের খানা খাওয়াব নিয়ত করেছি ইন শা আল্লাহ। তবে আমার নিয়তে নাই যে তারা খানা শেষে আমার জন্য দোয়া করবে কিন্তু তারা যদি সবাই মুনাজাত করে তখন আমি কি করতে পারি আর এ ব্যপারে শরিয়ত কি বলে ?

উত্তর : এভাবে খাওয়া-দাওয়া অনুষ্ঠান করার পরে সম্মিলিতভাবে দোয়া মোনাজাত করার প্রচলিত রীতি টি বিদআত। এটি আমাদের সমাজের একটা ট্রেডিশন।
এখান থেকে বের হয়ে আসা কর্তব্য।
কেননা রাসূল সাঃ এর জমানায় সাহাবায়ে কেরাম একসাথে খাদ্য গ্রহণ করে কখনো সম্মিলিত দোয়া মোনাজাত করেছেন বলে প্রমাণিত নয়।
এতিম শিশু বা তাদের পরিচালনাকারী কোন ব্যক্তি এমনটি করলে তাদেরকে বুঝিয়ে বলতে হবে।
উল্লেখ্য যে,
এতীমদেরকে দেখাশোনা করা, তাদের খরচাপাতি দেওয়া, তাদের প্রতি যত্ন নেয়া জান্নাতে প্রবেশের অন্যতম কারণ।
তাই আমাদের সকলের উচিত, যথাসম্ভব এতিমদের প্রতি যত্নশীল হওয়া।
আল্লাহ তাওফীক দান করুন। আমীন।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব