কেউ যদি অজ্ঞতা বশত: মাগরিব সালাতে কসর করে দু রাকাআত পড়ে ফেলে তা হলে তার জন্য কী করণীয়?

উত্তর:
কসর কেবল চার রাকাআত বিশিষ্ট ফরয নামাযের ক্ষেত্রে প্রয়োজ্য। সুতরাং যে সকল ফরয নামায চার রাকাআত বিশিষ্ট-যেমন, যোহর, আসর ও ইশা-এগুলোতে দু রাকআত কসর করা জায়েয। পক্ষান্তরে যে সকল ফরয নামায চার রাকাআত বিশিষ্ট নয় সেগুলোকে কসর প্রযোজ্য নয়। যেমন মাগরিব (তিন রাকাআত) ও ফজর ( দুরাকাআত)। এগুলো স্বাভাবিক নিয়মেই আদায় করতে হবে।
কেউ যদি অজ্ঞতা বশত: মাগরিব সালাত ২ রাকাআত পড়ে থাকে তাহলে তার জন্য আবশ্যক হল, আর এক রাকাআত পড়ে দুটি সাহু সাজদা দেয়া তারপর সালাম ফিরানো। আল্লাহু আলাম
————-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।

Share: