সৌদি আরবের ইলমি গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটি (সৌদি ফতোয়া বোর্ড) প্রদত্ত ফতোয়া:
س1: ما حكم مسلم يعمل حارسا للكنيسة؟
ج1: لا يجوز للمسلم أن يعمل حارسا للكنيسة؛ لأن فيه إعانة لهم على الإثم، وقد نهى الله سبحانه عن التعاون على الإثم فقال تعالى: {وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ} [سورة المائدة الآية 2]. وبالله التوفيق، وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم.
প্রশ্ন: “সেই মুসলিমের বিধান কী হবে, যে গির্জার পাহারাদার হিসেবে কাজ করে?”
▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
উত্তর: কোন মুসলিমের জন্য গির্জার পাহারাদার হিসেবে কাজ করা জায়েজ নয়। কেননা এতে করে পাপকাজে সহয়তা করা হয়। অথচ মহান আল্লাহ পাপ কাজে পারস্পরিক সহযোগিতা করা থেকে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেছেন, ‘তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা কোরো না।’ (সুরা মায়িদা: ২) আর আল্লাহই তৌফিকদাতা। হে আল্লাহ, আমাদের নবি মুহাম্মাদ, তাঁর পরিবারপরিজন ও সাহাবিগণের ওপর আপনি সালাত ও সালাম বর্ষণ করুন।”
▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
ফতোয়া প্রদান করেছেন:
চেয়ারম্যান: শাইখ আব্দুল আযিয বিন আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহ।
ভাইস চেয়ারম্যান: শাইখ আব্দুর রাযযাক আফিফি রাহিমাহুল্লাহ।
মেম্বার: শাইখ আব্দুল্লাহ বিন গুদাইয়্যান রাহিমাহুল্লাহ।
·
সূত্র: ফাতাওয়া লাজনা দায়িমা; ফতোয়া নং: ১৪৬০৭; প্রশ্ন নং: ১; গৃহীত: আল-ইমান (al-eman) ডট নেট]
·
অনুবাদক: মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা
সালাফী: আক্বীদাহ্ ও মানহাজে।