কবরস্থানের জন্য জায়গা দান করার সওয়াব

প্রশ্ন:- কবরস্থানের জন্য জায়গা দান করার সওয়াব কি?

উত্তর:
মৃত ব্যক্তিদের কবর দেওয়ার জন্য জায়গা দান করা নিঃসন্দেহে সওয়াবের কাজ। আশা করা যায়, এতে সদকায়ে জারিয়ার সওয়াব হবে। কারণ এটি একটি জনকল্যাণমূলক কাজ। আর জমিন একটি স্থায়ী জিনিস।

সুতরাং আল্লাহ যদি চান তাহলে মানুষ এখান থেকে দীর্ঘদিন উপকৃত হবে। বিধায় দানকারীও স্থায়ীভাবে সওয়াব পেতে থাকবে ইনশাআল্লাহ।
তবে এ ব্যাপারে আলাদা কোন হাদীস বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই।
আল্লাহু আলাম
————-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ,জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Share: