মেয়েরা কি তার ছেলে ফ্রেন্ডদের মাঝে দাওয়াতি কাজ করতে পারে

ছেলেকে নামাজ বা এরকম ইবাদতের কথা স্বরণ করিয়ে দিলে যদি সেই ইবাদতগুলো করে তাহলে কি সেই মেয়ে (অনলাইনের মাধ্যমে) বলতে পারে তাদেরকে?

উত্তর:-অনলাইন হোক অথবা অফলাইন হোক পুরুষরা পুরুষদের মাঝে এবং মহিলারা মহিলাদের মাঝে দাওয়াতী কাজ করবে। এইটাই দাওয়াতের সঠিক ও নিরাপদ পদ্ধতি।

কোনো পুরুষ যদি কোনো পর নারীকে অথবা কোনও নারী কোন পর পুরুষকে পারসোনাল ভাবে মোবাইল কল, মেসেজ, চ্যাটিং ইত্যাদির মাধ্যমে দাওয়াত দেয়, দ্বীনের কথা আলোচনা করে তাহলে সময়ের ব্যবধানে এতে উভয়ই ফেতনায় জড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তাই অবশ্যই এ ধরনের দাওয়াতি কাজের নামে পার্সোনাল যোগাযোগ বন্ধ করতে হবে। অন্যথায় শয়তান এবং কুপ্রবৃত্তি তাদেরকে অবৈধ সম্পর্ক স্থাপন এবং পরিশেষে ভয়াবহ ফেতনার দিকে টেনে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমীন।

—-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী