প্রশ্ন: একবোন তার মায়ের থেকে অভিশপ্ত,সে এখন আল্লাহর কাছে মাফ চায় তার কর্মের জন্য, কিন্তু আল্লাহকে ডেকে সে অন্তরে শান্তি পায় না এবং আল্লাহকে ডাকার সময়ও তার মন উদাসীন থাকে।কিছুতেই ইবাদাতে মন বসাতে পারেনা।।সে এখন আল্লাহর পথে থাকতে চায়।।।সে এখন কিভাবে আল্লাহর রহমত লাভ করতে পারে? এ অবস্থায় সে কি করবে?
উত্তর:
মা বেঁচে আছে কি না তা উল্লেখ করেন নি।
যাহোক, যদি মা বেঁচে থাকেন তাহলে করণীয় হল, তার নিকট ক্ষমা প্রার্থনা করা, তার সেবা-শুশ্রসা করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা এবং তার সুদুআ নেয়া। সেই সাথে করণীয় হল, আল্লাহর নিকট অধিকপরিমানে দুআ, যিকির, তাসবীহ ও তাওবা-ইস্তিগফার করা এবং আল্লাহর ইবাদতে মনকে বাধ্য করা। মনের মধ্যে অলসতা ও উদাসিনাতকে আশ্রয় না দেয়া।
আর মা বেঁচে না থাকলে করণীয় হল, তার জন্য বেশি করে দুআ করা, তার উদ্দেেশ্যে দান-সদকা করা এবং তাঁর আত্মীয় ও বান্ধবীদের সাথে সুসম্পর্ক রক্ষা করা,তাদেরকে সম্মান করা, উপহার দেয়া ইত্যাদি। এর মাধ্যমে মায়ের হক আদায় করা হয়।
আর মনে অস্থিরতার আলাদা কোন কারণ আছে কি তা খুঁজে বের করে তা সমাধান চেষ্টা করাও কতর্ব্য। আল্লাহু আলাম।
_______
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী