ইসলামে এমন কোন বিধি বিধান আছে কি যে গর্ভাবস্থায় বাম কাত হয়ে শুতে হবে

প্রশ্ন :- ইসলামে এমন কোন বিধি বিধান আছে কি যে গর্ভাবস্থায় বাম কাত হয়ে শুতে হবে, স্বামী সহবাসে ক্ষতি হবে, বেশি বেশি খেতে হবে তাহলে বাচ্চা ভাল থাকবে, ….এসব কোন বিধি বিধান আছে কি ?

দুনিয়াবী ও স্বাস্থ্যগত বিষয় গুলো বাস্তব অভিজ্ঞতা পরীক্ষা-নিরীক্ষা এর ওপরে নির্ভরশীল ‌। সুতরাং সাইন্সের গবেষণা, ডাক্তারি পরীক্ষা ও বাস্তব অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে গর্ভবতী নারীর যে সকল আচরণ ক্ষতিকারক এবং যে সকল কার্যক্রম তাদের জন্য উপকারী বলেগ প্রমাণিত হয়েছে সেগুলো অনুসরণ করতে ইসলাম বাধা দেয় না
তবে আমার জানামতে গর্ভধারণের প্রথম তিন মাসে স্ত্রী সহবাসে কোন সমস্যা নেই। অনুরূপভাবে শেষ তিন মাসেও কোনো সমস্যা নেই। কিন্তু সর্তকতা অবলম্বন করা নিঃসন্দেহে উত্তম।
গর্ভবতী নারীর জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজন। এতে মা ও ভ্রূণের স্বাস্থ্য ভালো থাকে। এটি ডাক্তারদের পরামর্শ। অনুরূপভাবে গর্ভধারণের ৬/৭ মাস পরে লং জার্নি ক্ষতিকারক্ তাই যথাসম্ভব বিরত থাকাই উচিত। বাম দিকে শোয়ার বিষয়টি যদি বাস্তব অভিজ্ঞতা ও ডাক্তারি নির্দেশনা মোতাবেক গর্ভবতী নারীর জন্য উপকারী হয়ে থাকে তাহলে সেই ভাবে শুতে কোন সমস্যা নেই। আল্লাহু আলম
———–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।

Share: