ইমাম আল মহাদীর নামে এক যুবকের আন্তঃপ্রকাশ

প্রশ্ন:- এই কথাগুলো কতটুকু সঠিক??
“ইমাম মাহদী এর নামে এক যুবকের আন্তঃপ্রকাশ, হাদিসের সাথে ৭৫% তথ্যের হুবুহু মিল; হাদিস অনুযায়ী অনেক আলামত মিলে যাচ্ছে।তাই যারা এবার হজ্বে যাবে সাবধানে থাকা উচিত।কারন এই বছর প্রকাশ যদি প্রকাশ পায় অনেক হাজি মারা যাবে।”
____________________
উত্তর:-
ইমাম মাহদীর আগমন প্রসঙ্গে একদল মানুষ অতিরঞ্জন ও বাড়াবাড়িতে লিপ্ত।

তারা এ বিষয়ে বিভিন্ন কিছু জোড়তালি ও গোঁজামিল দিয়ে উপস্থাপন করছে যেগুলো অধিকাংশই আবেগপ্রসূত ও অগ্রহণযোগ্য।
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিমদের দুরবস্থার আলোকে হতাশাগ্রস্থ কিছু কিছু মানুষ এই বিষয়টি সামনে আনার জোর প্রচেষ্টা চালাচ্ছে।
তবে আমরা বিশ্বাস করি, কেয়ামতের আগে বড় বড় আলামত সংঘটিত হবে। ইমাম মাহদীর আগমন ঘটবে। (যদিও ইমাম মাহদীর আগমন কেয়ামতের বড় আলামত এর অন্তর্ভুক্ত নয়)
আমাদের উচিত, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়া, গুনাহ পরিত্যাগ করা, এবং আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা।
ইমাম মাহদীর আগমন কে কেন্দ্র করে এত হইচই বা আলোচনা-পর্যালোচনার কোন প্রয়োজন নেই।
তিনি যখন আসবেন তখন বিশ্ববাসী অবাক বিস্ময় তা প্রত্যক্ষ করবে। ইনশাআল্লাহ।

—————-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী

Share: