প্রশ্নঃ আমি ভারতে ছিলাম প্রথম রোজা রাখি, কিন্তু পরের দিন বাংলাদেশে এসে দেখি ওদের প্রথম রোজা কিন্তু আমার দ্বিতীয় রোজা। এখন প্রশ্ন হল বাংলাদেশে যদি ৩০ তা রোজা হয় তাহলে আমি কি করব? আমি কি ৩১টা রোজা রাখব? ঈদের দিন রোজা রাখা যদি হারাম হয় তাহলে আমি কি করব? দয়া করে উত্তর দিবেন?
উত্তরঃ জি আপনি বাংলাদেশীদের সাথে আরেকটা রোজা রাখবেন অর্থাৎ আপনার ৩১টা হবে। ৩০ টা ফরয হবে আর ১টা নফল হবে। কারণ ঈদ একা একা পালন করতে পারবেন না। সকল মুসলমানদের সাথে ঈদ করতে হবে। সুতরাং আপনি বাংলাদেশে রোজা এক্তা বেশি রাখবেন।
উত্তর প্রদানে:
মোহাম্মদ সাইফুল ইসলাম মাদানি।।