অনেকে রোজার সময় আজান দেয়ার পরেও বলেন খেলে অসুবিধা নাই।

প্রশ্ন:- অনেকে রোজার সময় আজান দেয়ার পরেও বলেন খেলে অসুবিধা নাই। যুক্তি : সুবহে সাদিকের সাদা রেখা দেখা যায় নি তাই আযান দিলেও খাওয়া দাওয়া করলে সমস্যা নাই। এটা আসলে কতটুকু ঠিক?

উত্তর:- সাধারণত: সুবহে সাদিক উদিত হওয়ার পূর্বে ফজরের আযান দেওয়া হয় না। সুতরাং ফজরের আজানের পূর্বে সেহরি খাওয়া শেষ করতে হবে। আজানের পরে কোন কিছু পানাহার করা হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং পরবর্তীতে তা কাযা করতে হবে।
_____________________
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী

Share: