২টি জরুরি দুয়া: মুসলিম হিসেবে মৃত্যুবরণ এবং মৃত্যুর সময় এর যন্ত্রণা থেকে মুক্তি

 ১. মুসলিম হিসেবে মৃত্যু বরণের দুআ:
اللَّهُم يا فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
“অর্থ: হে নভোমণ্ডল ও ভূ-মণ্ডলের স্রষ্টা, আপনিই আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন।”
(সূরা ইউসূফ এর ১০১ নং আয়াত থেকে এ দুআটি নেয়া হয়েছে)

 ২. মৃত্যু যন্ত্রণা থেকে বেঁচে থাকার দুয়া:

আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মৃত্যুকাতর অবস্থায় দেখেছি। তাঁর কাছে একটি পানি ভর্তি পেয়ালা ছিল। তিনি সেই পেয়ালাতে তাঁর হাত ঢুকাচ্ছিলেন এবং পানি নিয়ে তাঁর চেহারায় তা মুছছিলেন ও বলছিলেন:
اللَّهُمَّ أَعِنِّي عَلَى غَمَرَاتِ الْمَوْتِ
“হে আল্লাহ, মৃত্যু কষ্ট লাঘবে আমাকে সাহায্য করুন।”
অথবা বলছিলেন:
اللَّهُمَّ أَعِنِّي عَلَى سَكَرَاتِ الْمَوْتِ
“হে আল্লাহ, মৃত্যুযন্ত্রণা লাঘবে আমায় সহায্য করুন।”
(যঈফ, ইবনু মাজাহ (১৬২৩)। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ গারীব। হাদিসের মানঃ দুর্বল হাদিস)

এ হাদীসটি সনদগতভাবে দুর্বল হলেও অর্থগত দিক দিয়ে কোন সমস্যা না থাকায় পাঠ করা যেতে পারে।
—————–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী