সাহাবিদের সংখ্যা কত ছিল?​

প্রশ্ন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবিদের সংখ্যা কত ছিল?
উত্তর:
সাহাবি রা. এর সংখ্যা কত ছিল সে ব্যাপারে সুস্পষ্ট কোন হাদিস পাওয়া যায় না। তবে হাদিস, সিরাত ও ইতিহাসের বিভিন্ন দিক গবেষণা করে মুহাদ্দিসগণ তার আনুমানিক সংখ্যা উল্লেখ করেছেন। যেমন:
◈ ইমাম মুসলিমের উস্তাদ হাফেজ আবু যুরয়া রাযি রহঃ দৃঢ়তার সাথে বলেছেন,
أن عدد الصحابة (114000) مائة وأربعة عشر ألفاً . رواه عنه الخطيب البغدادي في “الجامع” (2/293) .
“সাহাবিদের সংখ্যা ১,১৪০০০ (একলক্ষ চৌদ্দ হাজার)।” [উৎস: আল জামে ২/২৯৩-খতিব বাগদাদি]
আবু যুরয়া রাযিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যে সকল সাহাবি হাদিস বর্ণনা করেছেন তাদের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,
ومن يضبط هذا؟ شهد مع النبي – صلى الله عليه وسلم – حجة الوداع أربعون ألفا، وشهد معه غزوة تبوك سبعون ألفا.
“কে বা এই সংখ্যা সঠিকভাবে সংরক্ষণ করেছে? বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে অংশ গ্রহণ করেছেন চল্লিশ হাজার সাহাবি আর তাবুক যুদ্ধে সত্তর হাজার সাহাবি।”
তিনি আরও বলেছেন,
قبض رسول الله – صلى الله عليه وسلم -عن مائة ألف وأربعة عشر ألفاً من الصحابة، ممن روي عنه وسمع منه من أهل المدينة وأهل مكة ومن بينهما، والأعراب، ومن شهد معه حجة الوداع كل رآه وسمع منه بجبل عرفات.
[كتاب: مقدمة ابن الصلاح المسمى بـ «معرفة أنواع علوم الحديث-النوع التاسع والثلاثون‏:‏ معرفة الصحابة رضي الله عنهم أجمعين]
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা, মক্কা এবং এর মাঝের বিভিন্ন এলাকায় বসবাসকারী এবং বেদুইনদের মধ্য থেকে এক লক্ষ চৌদ্দ হাজার সাহাবি ছেড়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। যারা তাঁর নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন এবং তার নিকট শুনেছেন।” (অথবা তিনি বলেছেন, “যারা তাঁকে দেখেছেন বা তাঁর কথা শুনেছেন)। আর বিদায় হজ্জে জাবালে আরাফাতে (আরাফাত পর্বতে) সবাই তাঁকে দেখেছেন এবং তাঁর কথা শুনেছেন।”
[মুক্বাদ্দামায়ে ইবনুস সালাহ/মারিফাতু আনওয়ায়ি উলূমিল হাদিস। অধ্যায়: ৩৯, অনুচ্ছেদ: সাহাবি রা. এর পরিচয়]
◈ জালালুদ্দিন সুয়ুতি বলেন, “সাহাবিদের সংখ্যা ১,২৪০০০ (এক লক্ষ চব্বিশ হাজার)।” [উৎস: আল খাসাইসুল কুবরা]
(একলক্ষ চৌদ্দ বা একলক্ষ চব্বিশ হাজার অনেকটা কাছাকাছি সংখ্যা।)
এ ছাড়াও আরও একাধিক মত পাওয়া যায়।
মোটকথা, সাহাবিদের সংখ্যা এক লক্ষের কিছু উপরে ছিল তা নিশ্চিত করে বলা যায়।
আল্লাহু আলাম।
▬▬▬▬◐◯◑▬▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।