যোহরের পূর্বে চার রাকাত সুন্নাত এক সালামে না কি দু সালামে পড়া উত্তম?
প্রশ্ন: যোহরের আগের চার রাকাত সুন্নত নামায এক সাথে নাকি দু দু রাকাত করে পড়তে হবে? কোনটি উত্তম? উত্তর: যোহরের পূর্বে চার রাকাআত সুন্নাত নামায পড়া সুন্নতে মুআক্কাদার অন্তর্ভূক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ চার রাকআত কখনো ছাড়তেন না। যেমন হাদীসে এসেছে: عَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ النَّبيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم …