সাঃ, রাঃ, রাহঃ, এগুলোর পূর্ণরূপ কি?

প্রশ্ন: (সঃ),(রঃ),(রাঃ),রহঃ এগুলো অনেক নবী-রাসূল ও সাহাবীদের নামের পরে লাগানো হয় কেনো এবং এর দ্বারা কী বুঝানো হয়?

উত্তর:
সঃ/ সা. =সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অর্থ: আল্লাহর তার প্রতি রহমত (দয়া) ও শান্তি বর্ষণ করুন।
রঃ/রা.= রাযিআল্লাহু আনহু। অর্থ: আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হোন।
রহঃ/রাহ.=রাহিমাহুল্লাহ/রহমাতুল্লাহি আলাইহি। অর্থ: আল্লাহ তার প্রতি রহম করুন অথবা তার উপর রহমত (দয়া) বর্ষিত হোক।

সাধারণত: বাংলা ভাষায় উপরোক্ত শব্দ সংক্ষেপগুলো ব্যবহৃত হয়। কিন্তু আরবীতে পূরো বাক্যই লেখা হয়। এগুলো দ্বারা উদ্দেশ্য হল, দুআ করা।
—————
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী