সন্তান যদি উত্তরাধিকারী সূত্রে পিতার পক্ষ থেকে হারাম পন্থায় উপার্জিত সম্পদ অর্জন করে

যদি নিশ্চিতভাবে জানা যায় যে, পিতার সম্পদ হারাম পন্থায় উপার্জিত। তাহলে সন্তানের জন্য তা ব্যবহার করা বৈধ নয়। কেননা হারাম সম্পদ উত্তরাধিকারী সূত্রে হাত বদল হলেই হালাল হয়ে যায় না। হারাম হারামই থাকে।
কোন সন্তান এ ধরণের সম্পদ উত্তরাধিকার সূত্রে অর্জন করলে তা তার নিজের সম্পদ থেকে আলাদা করে সওয়াবের নিয়ত না করে গরিব-দু:খিদের কল্যাণে ব্যায় করে দিবে। নিজের কাজে তা ব্যবহার করবে না।
আর যদি বাবার সম্পদে হালাল-হারামের মিশ্রণ থাকে তাহলে আনুমানিক ধারণা করে এই পরিমান সম্পদ আলাদা করবে যে, তার মন স্বাক্ষ্য দেয় যে, সে হারাম সম্পদ থেকে মুক্ত হতে পেরেছে।

এ ধরণের সম্পদ দ্বারা হজ্জ আদায় করলে সম্ভাবনা রয়েছে যে, আল্লাহ তাআলা তা কবুল করবেন না এবং তার দুআ প্রত্যাখ্যান করবেন। আল্লাহু আলাম
—-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল