শুধু ‘লা ইলাহা’ (কোনও উপাস্য নাই) হল, নাস্তিকতাবাদি ও কুফরি জিকির আর শুধু ‘ইল্লাল্লা-হ’ (আল্লাহ ছাড়া) হল বিদআতি জিকির

শুধু ‘লা ইলাহা’ (কোনও উপাস্য নাই) হল, নাস্তিকতাবাদি ও কুফরি জিকির আর শুধু ‘ইল্লাল্লা-হ’ (আল্লাহ ছাড়া) হল বিদআতি জিকির
▬▬▬▬▬◍◍▬▬▬▬▬
কেবল ‘লা ইলাহা’ (কোনও উপাস্য নাই) হল, নাস্তিকতাবাদি ও কুফরি জিকির।
শুধু ‘ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া) হল বিদআতি জিকির।

সঠিক ও সুন্নতি জিকির হল, দুটি বাক্যের সমন্বিত জিকির তথা ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নাই)।

সুতরাং যে ব্যক্তি পরিপূর্ণ বাক্য ছাড়া কেবল ১ম অংশ জিকির করবে কুফরি করবে আর শেষ অংশ জিকির করলে বিদআত করবে।

◆ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

أفضل الذكر لا إله إلا الله
وأفضل الدعاء الحمد الله
“শ্রেষ্ঠ জিকির হল, লা ইলা-হা ইল্লাল্লাহ।
আর শ্রেষ্ঠ দুয়া হল, আল হামদু লিল্লাহ।”
(তিরমিযী, ইবনে মাজাহ-হাদিসটি সহিহ। উৎস: সহিহুল জামে-১১০৪, সহিহুত তারগিব ১৫২৬)

আল্লাহ আমাদেরকে সঠিক দ্বীন বুঝার তাওফিক দান করুন। আমীন।

– আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল –