শাহানশাহ/শাহেনশাহ নাম রাখা কি জায়েজ

প্রশ্ন: শাহানশাহ/শাহেনশাহ নাম রাখা কি জায়েজ?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
উত্তর: শাহানশাহ শব্দের অর্থ হল, বাদশার বাদশা বা রাজাধিরাজ। আর এই গুণের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা।‌ তাই মানুষের ক্ষেত্রে শাহানশাহ বা শাহেনশাহ নাম রাখা বৈধ নয়।
◆ হাদিসে বিশেষভাবে এ নামটিকে নিকৃষ্ট নাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যেমন: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ ‏
“আল্লাহ পাকের কাছে সবচেয়ে ঘৃণিত নাম ঐ ব্যক্তির, যার নাম ‘মালিকুল আমলাক’ (সার্বভৌম-সাম্রাজ্যের অধিকারী/রাজাধিরাজ) রাখা হয়।”

ইবনে আবি শায়বা রাহ. তাঁর বর্ণনায় হাদিসের মধ্যে এ কথাটুকু অতিরিক্ত উল্লেখ করেছেন:
‏ لاَ مَالِكَ إِلاَّ اللَّهُ عَزَّ وَجَلَّ
“আল্লাহ ব্যতীত আর কেউ প্রকৃত মালিক ও অধিপতি নেই।”

আশআসী রাহ. বলেন, বর্ণনাকারী সুফিয়ান রহ. বলেছেন, “যেমন: শাহানশাহ।” (অর্থাৎ এটি ফারসি শব্দ-যা আরবি ‘মালিকুল আমলাক’ বা রাজাধিরাজ শব্দের সমার্থক।)
[সহীহ মুসলিম (ইফা), অধ্যায়: ৩৯/, শিষ্টাচার, পরিচ্ছেদ: ৪. মালিকুল আমলাক (সার্বভৌম-সাম্রাজ্যের অধিকারী) কিংবা মালিকুল মুলুক (শাহানশাহ/রাজাধিরাজ) নাম রাখা হারাম]

◍ আলেমগণ বলেন, মানুষ যে উপাধির উপযুক্ত নয় অথবা যে নামের মধ্যে মিথ্যাচার রয়েছে অথবা অসার দাবী রয়েছে এমন নাম রাখা হারাম। [তাসমিয়াতুল মাওলুদ, পৃষ্ঠা-১/২৩] উক্ত নামটি এর অন্তর্গত।
তবে শুধু শাহ/شاه (রাজা/বাদশা) অথবা শুধু শাহিন/شاهين [বাজপাখি, শাহীন পাখি (এক প্রকার ভারতীয় পাখি)] নামে কোনও সমস্যা নেই। আল্লাহু আলাম।
▬▬▬▬●◯●▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।