রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তিলাওয়াত কেমন ছিল

প্রশ্ন:- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তিলাওয়াত কেমন ছিলো, বিস্তারিত জানালে খুবই উপকৃত হবো।

উত্তর:-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তিলাওয়াত—

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাাম এর কুরআন তিলাওয়াতের পদ্ধতি ছিলো, তিনি ধীরস্থিরতার সাথে টেনে টেনে বিশুদ্ধ উচ্চারণে পাঠ করতেন। প্রতিটি আয়াতের শেষ থামতেন। তিনি কুরআন তিলাওয়াতের সময় এর অন্তর্নিহীত মমার্থে প্রভাবিত হতেন। কখনো কাঁদতেন, কখনো আশান্বিত হতেন, কখনো জাহান্নামের আযাব থেকে পানাহ চাইতেন, কখনো জান্নাতের জন্য দুআ করতেন।
তিনি সুর করে তিলাওয়াত করতে উৎসাহিত করেছেন।
অর্থের মাঝে বিকৃতি হওয়ার সম্ভাবনা না থাকলে একাধিক আয়াত এক নি:শ্বাসে পড়া জায়েয রয়েছে ইনশাআল্লাহ।
অনুরূপভাবে মুখস্থ করার উদ্দেশ্যে দ্রুত তিলাওয়াত করাতেও কোন সমস্যা নেই।তবে শর্ত হল, তাজবীদের মৌলিক আহকামগুলো ঠিক রাখতে হবে।
–আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।