দানকারী যে উদ্দেশ্যে দান করেছে তার বাইরে দানের অর্থ খরচ করার বিধান
প্রশ্ন: মাদরাসায় দানকৃত সদকার গরু-ছাগল কি মাদরাসা কর্তৃপক্ষ বিক্রি করে মাদরাসার উন্নয়ন কাজে লাগাতে পারে? আর খাওয়ালে কি সব ধরণের ছাত্র-শিক্ষক খেতে পারবে? উত্তর: কেউ যদি সাধারণ ‘সদকা’ (যাকাত বা মানত নয়) হিসেবে মাদরাসায় ছাগল, গরু, হাস, মুরগি ইত্যাদি দান করে এবং তা ব্যবাহারের বিশেষ কোনও খাত নির্দিষ্ট না করে তাহলে তা জবাই করে মাদরাসার …