মোবাইল, ল্যাপটপ ও ইউটিউব থেকে কুরআন তিলাওয়াত শুনে খতম করার বিধান

প্রশ্ন: ১) যদি মোবাইল বা ল্যাপটপে শুনে কুরআন খতম দেই তাহলে কি আমার ‘কুরআন খতম’ হবে?
২) আমি YouTube থেকে জনাব আল আফাসির কুরআন তিলাওয়াত বাংলা অনুবাদ সহ শুনছি। ভাবছি, জনাব আফাসির পুরো আল কুরআন তিলাওয়াত বাংলাসহ শুনবো। এতে কি আমি আল কুরআন খতমের পুরো সওয়াব পাব?

উত্তর:

কুরআন তিলাওয়াত করলে প্রতিটি অক্ষরে সওয়াব রয়েছে। তা পেতে হলে কুরআন পাঠ করতে হবে। যেমন: হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لاَ أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ
“যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করবে তার একটি সওয়াব হবে। আর একটি সওয়াব দশটি সওয়াবের অনুরূপ। আমি বলি না যে, “আলিফ-লাম-মীম” একটি হরফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম আরেকটি হরফ। (অর্থাৎ তিনটি হরফে রয়েছে তিনটি সওয়াব যা ত্রিশটি সওয়াবের সমান)।” [সুনান তিরমিজী, হা/২৯১০, অনুচ্ছেদ: যে ব্যক্তি কুরআনের একটি হরফ পড়বে তার সাওয়াব কী হবে? অধ্যায়: ৪৮/ কুরআনের ফযিলত -সনদ সহিহ]

অতএব যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করবে সে উক্ত সওয়াব লাভ করবে ইনশাআল্লাহ- চাই বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, দেখে পড়ুক অথবা মুখস্থ পড়ুক, মুসহাফ দেখে পড়ুক অথবা মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ডিভাইস থেকে পড়ুক, নামাজের মধ্যে পড়ুক অথবা নামাজের বাইরে পড়ুক।

সুতরাং কেউ যদি কুরআন খতম করে তথা কুরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করে তাহলেে বিশাল সওয়াব অর্জিত হবে ইনশাআল্লাহ।

আর কুরআনের তিলাওয়াত শুনলেও অনেক উপকার আছে। শুনাটাও একটি ইবাদত। তরজমা সহকারে শুনলে আরও বেশি উপকার। কিন্তু তাতে কুরআন তিলাওয়াতের মত (প্রতিটি অক্ষরে ১টি করে নেকি যা দশটি নেকির সমান) সওয়াব পাওয়া যাবে না। কেননা এ ব্যাপারে কোন হাদিস পাওয়া যায় না।

🟡 আলেমগণ কুরআন তিলাওয়াত শুনার অনেক ফায়দার কথা উল্লেখ করেছেন। যেমন:
● ১. আল্লাহর রহমত ও অনুকম্পা লাভ।
● ২. হেদায়েত (সঠিক পথের নির্দেশনা) লাভ।
● ৩. ঈমান বৃদ্ধি।
● ৪. সত্যকে চেনার উপলব্ধি সৃষ্টি।
● ৫. জ্ঞানার্জন।
● ৬. আল্লাহর সহজ ইবাদত।
● ৭. কুরআন তিলাওয়াত শোনা সুন্নত।
● ৮. মনে অনাবিল প্রশান্তি ও স্বস্তি লাভ।

সুতরাং আপনি ইচ্ছে করলে পুরা কুরআনের তিলাওয়াত শুনতে পারেন (শুনে খতম করতে পারেন)। এতে কুরআন তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব না পেলেও বিভিন্নভাবে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
▬▬▬▬ ◐◯◑ ▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।