বিয়ে-শাদীর অনুষ্ঠানে হারাম কাজ অনুষ্ঠিত হলে তাতে অংশগ্রহণ করা প্রসঙ্গে

বিয়ে-শাদীর অনুষ্ঠানে গান-বাজনা, বেপর্দা নারী-পুরুষের অবাধ মেলামেশা ইত্যাদি হারাম কাজ অনুষ্ঠিত হলে তাতে অংশগ্রহণ করা প্রসঙ্গেঃ

যে সব অনুষ্ঠানে নারী-পুরুষদের অবাধ মেলামেশা, পর্দা লঙ্ঘন, নন মাহরামদের পুরুষদের মুখোমুখি হতে হবে এমন সম্ভবনা থাকে, গান-বাজনা বা শরীয়া বিরেধী কার্যক্রম চলে তাহলে সে অনুষ্ঠানে অংশ গ্রহণ করা উচিৎ নয়। কেননা তাতে নিজেই গুনাহর কাজে জিড়য়ে পড়ার সম্ভাবনা থাকে।
অবশ্য যদি নিজে এ সব থেকে দূরে থাকতে পারে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদেরকে সংশোধনের ধারা অব্যহত রাখার নিয়ত থাকে তাহলে অংশ গ্রহণ করা জায়েয রয়েছে।
তবে সমাজের বিজ্ঞ আলেম, দ্বীনী ক্ষেত্রে অনুসরণীয় ব্যক্তিত্ব, দাঈ বা এ জাতীয় ব্যক্তিদের এসব অনুষ্ঠানে যাওয়া ঠিক নয়। কেননা, এ সব ব্যক্তিগণ উক্ত অনুষ্ঠান বর্জন করার কারণে সাধারণ মানুষ সর্তক হবে এবং বুঝতে সক্ষম হবে যে, শরীয়তের দৃষ্টিতে এসব কার্যক্রম নিন্দনীয় ও গুনাহর কাজ। আল্লাহ আলাম। (Abdullahil Hadi Abdul jalil)