পাগড়ি সংক্রান্ত নিম্নোক্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন: পাগড়ি সংক্রান্ত নিম্নোক্ত হাদিসটি কি সহিহ?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
عَلَيْكُمْ بِالْعَمَائِمِ فَإِنَّهَا سِيمَا الْمَلَائِكَةِ
”তোমরা পাগড়ি বাঁধ। কেননা তা ফেরেশতাদের প্রতীক।” [সূত্র: শুআবুল ইমান, হাদিস নং- ৫৮৫১]।
উত্তর:
হাদিসটি সহিহ নয়। নিম্নে এ প্রসঙ্গে কয়েকজন মুহাদ্দিসের অভিমত তুলে ধরা হল:

◈ ইমাম যাহাবি বলেন, এটি মুনকার (যা মারাত্মক পর্যায়ের দুর্বল)। [মিযানুল ইতিদাল, ৪/৪]
◈ সুনান তিরমিযীর ভাষ্য গ্রন্থ তুহফাতুল আহওয়াযির গ্রন্থকার আল্লামা মোবারক পুরি বলেন, “এ হাদিসটি বানোয়াট।” [তুহফাতুল আহওয়াযী, ৫/১৩৪]
◈ সাখাবী বলেন, এটি যইফ (দুর্বল) [আল মাকাসিদুল হাসানা/ ১৪৫]
◈ শাইখ আলবানিও ‘মুনকার’ (মারাত্মক পর্যায়ের দুর্বল) বলে অবিহিত করেছেন। [সিলসিলা যাইফা/৬৬৯]
আল্লাহু আলাম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-