নামাজে বেশি বেশি দোয়া করতে গিয়ে যদি রাকাত কিংবা রুকু সিজদার সংখ্যা ভুলে যাই তাহলে শেষ সিজদায় বেশিক্ষণ দোয়া করলে সেটা কি বিদআত হবে

প্রশ্ন: নামাজে বেশি বেশি দোয়া করতে গিয়ে যদি রাকাত কিংবা রুকু সিজদার সংখ্যা ভুলে যাই তাহলে শেষ সিজদায় বেশিক্ষণ দোয়া করলে সেটা কি বিদআত হবে?আর ফরজ নামাজ যেহেতু আল্লাহর নিকট অধিক প্রিয় তাহলে ফরজ নামাজে বেশি বেশি দোয়া করতে পারবো?

উত্তর:
প্রতি রাকআতে সেজদা অবস্থায় যথাসম্ভভ বেশি করে দুআ করার চেষ্টা করবেন। তবে এত বেশি লম্বা করবেন না যে, তাতে রাকআত সংখ্যা ভুলে যান। এমনটা করা ঠিক হবে না যে, সব সেজদা স্বাভাবিকভাবে করলেন কিন্তু শেষ সেজদাটা দুআ করার জন্য খুব বেশি লম্বা করলেন। কখনো এমনটি করলে সালাত বাতিল হবে না। তবে এটিকে নিয়মে পরিণত করা যাবে না। অন্যথায় বিদআত হওয়ার সম্ভাবনা আছে।
যাহোক, মোটকথা সেজদায় দুআ করার সময় ভারসাম্য রক্ষা করা উচিৎ।
🔸🔸🔸🔸
উত্তর দিয়েছেন__
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
জুবাইল, দাওয়াহ সেন্টার, সৌদি আরব।।