নামাজে কফ গিললে কি নামাজ বাতিল হয়ে যায়?

উত্তর:
নামাজরত অবস্থায় কফ বের হয়ে মুখ পর্যন্ত চলে আসলে তা টিস্যু, রুমাল, কাপড়ের প্রান্ত বা ওড়নার আঁচল দিয়ে তা বের করে ফেলতে হবে। মুখে এসে গেলে তা পুনরায় গিলে ফেলা অপছন্দনীয়। কারণ তা স্বভাবত:ই অরুচিকর।
যাহোক, মুখ পর্যন্ত কফ বের হয়ে আসার পর কেউ যদি তা পুনরায় গিলে ফেলে তাহলে তাতে সালাতের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ তা খাদ্যদ্রব্য বা তার স্থলাভিষিক্ত নয়। আল্লাহু আলাম

–আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল