তাসবিহ পরা কোন আঙ্গুল থেকে শুরু করা উত্তম

প্রশ্ন : তাসবিহ পরা কোন আঙ্গুল থেকে শুরু করা উত্তম, জানাবেন উপকৃত হবো।

উত্তর :– রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান হাতের আঙ্গুল দ্বারা তাসবীহ গণনা করতেন-এটি সহীহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু কোন আঙ্গুল দ্বারা সর্ব প্রথম গণনা শুরু করতেন তা হাদিসে বর্ণিত হয় নি। তাই যার যেভাবে সুবিধা হয় সেভাবে শুরু করবে। ইনশাআল্লাহ এতে কোন আপত্তি নাই। আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব