জুমার নামায পড়তে না পারলে

প্রশ্ন: ছেলেদের জন্য জুমার নামাজের বিধান কি? যদি কোন প্রাপ্ত বয়স্ক ছেলে কোন কারণে জুমার নামাজ আদায় করতে না পারে তাহলে কি সে গুনাহগার হবে?
আমরা ব্রাজিলে আছি। আমার ছেলের জন্য নামাজ ফরজ হয়ে গেছে। এখানে জুমার দিন স্কুল খোলা থাকে। মসজিদ যেহেতু দূরে তাই ছেলেকে আমাকেই মসজিদে নিয়ে যেতে হয়। আমি যখন হায়েজ অবস্থায় থাকি তখন আমি ছেলেকে নিয়ে মসজিদে যেতে এবং তাতে অবস্থান করতে পারব কি?

উত্তর:

● প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য মসজিদে জামাতের সাথে জুমার সালাত আদায় করা ফরয।
● কোন ব্যক্তি ওজর বশত: তা আদায় করতে না পারলে যথানিয়মে যোহরের সালাত আদায় করবে।
● স্বামীর অনুপস্থিতিতে আপনি ঋতুস্রাব অবস্থায়ও আপনার ছেলেকে দূরের মসজিদে নিয়ে যেতে পারেন। এ ক্ষেত্রে ছেলে মসজিদে সালাত আদায় করবে আর আপনি মসজিদ সংলগ্ন কোনও ঘরে অথবা মসজিদের বাইরে অবস্থান করবেন। তবে আলাদা ঘর বা বাইরে অবস্থান সম্ভব না হলে আপনি এই অবস্থায় মহিলাদের জন্য নির্ধারিত নামাজের কক্ষেও অবস্থান করতে পারেন।
● কিন্তু যদি তাও সম্ভব না হয়, তাহলে আপনি নিজে না গিয়ে আপনাদের পরিচিত কোন ব্যক্তির সাথে তাকে মসজিদে পাঠানোর চেষ্টা করবেন।
● তাও সম্ভব না হলে এবং ছেলে একাকী মসজিদে যাওয়াকে অনিরাপদ মনে করলে সে ক্ষেত্রে অনন্যপায় হয়ে সে পার্শ্ববর্তী ওয়াক্তিয়া মসজিদে বা বাড়িতে যথানিয়মে যোহরের সালাত আদায় করবে।
আল্লাহু আলাম
▬▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব