জান্নাতে স্বামী স্ত্রীর দিকে ৪০ বছর তাকিয়ে থাকবে এ বিষয়ে কোনও হাদিস আছে কি

প্রশ্ন: “জান্নাতে স্বামী স্ত্রীর দিকে ৪০ বছর তাকিয়ে থাকবে”-এ বিষয়ে কোনও হাদিস আছে কি?
উত্তর:
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশের শর্তাবলী পূরণ করার তথা শিরক মুক্ত ঈমান ও বিদআত মুক্ত আমল করার তওফিক দান করুন। আমিন।

নি:সন্দেহে জান্নাতে স্বামী-স্ত্রীর মিলনে তাদের আনন্দের সীমা থাকবে না। কিন্তু সেখানে তাদের প্রথমবার দেখা হওয়ার পর তারা একে অপরের দিকে ৪০ বছর তাকিয়ে থাকবে-এ মর্মে কোনও হাদিস আছে বলে জানা নাই।

হ্যাঁ, জান্নাতে প্রবেশের পর জান্নাতের হুরের দিকে ৪০ বছর তাকিয়ে থাকা সংক্রান্ত একটি হাদিস পাওয়া যায়। কিন্তু শাইখ আলাবানি সহ অন্যান্য মুহাদ্দিসগণ তা জঈফ (দুর্বল) হিসেবে চিহ্নিত করেছেন। [দেখুন: যাঈফুত তারগিব, হা/ ২১৮৪]

روى عبد بن حميد في مسنده عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال ضمن حديث طويلفإذا من الحور العين قاعدة على سرير ملكها فيرى مخ ساقيها من صفاء اللحم والدم فيقول لها: ما أنت. فتقول: أنا من الحور العين من اللاتي خبئن لك، فينظر إليها أربعين سنة لا يرفع بصره عنها، ثم يرفع بصره إلى الغرف فوقه فيرى، فإذا أخرى أجمل منها فتقول: أما آن لنا أن يكون لنا منك نصيب فيرتقي إليها فينظر إليها أربعين سنة لا يصرف بصره عنها.. الحديث، وقد ذكره المنذري في كتابه الترغيب والترهيب، وضعفه الشيخ الألباني
আল্লাহু আলাম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-