খাবার ও পানীয়তে ফুঁ দেয়া সম্পর্কে

প্রশ্ন: খাবার ও পানীয়তে ফুঁ দেয়া সম্পর্কে হাদিসটি কি সহিহ?

উত্তর:
হ্যাঁ, খাবার ও পানপাত্রে শ্বাস ফেলা এবং খাদ্য-পানীয়তে ফুঁ দেয়া নিষেধ সংক্রান্ত হাদিসগুলো সহিহ।

এ মর্মে বর্ণিত দুটি হাদিস পেশ করা হল:

🍺আবদুল্লাহর পিতা আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ
يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَمْسَحْ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَإِذَا تَمَسَّحَ أَحَدُكُمْ فَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ
“তোমাদের কেউ যখন পানি পান করবে সে যেন তখন পানপাত্রে নিঃশ্বাস না ফেলে। আর তোমাদের কেউ যখন পেশাব করবে, সে যেন ডান হাতে তার লজ্জা স্থান স্পর্শ না করে এবং তোমাদের কেউ যখন শৌচ কাজ করবে তখন সে যেন ডান হাতে তা না করে।” (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ [5228 অধ্যায়ঃ ৬১/ পানীয় দ্রব্যসমূহ (كتاب الأشربة)অনুচ্ছেদ: পান পাত্রে নিঃশ্বাস ফেলা)

🍛অপর একটি হাদিস:
عن ابن عباس رضي الله عنه أنه صلى الله عليه وسلم نهى عن النفخ في الطعام والشراب. صحيح الجامع للسيوطي تخريج الألباني حديث صحيح

ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদ্য ও পানীয়ের মধ্যে নিশ্বাস ফেলতে নিষেধ করেছেন।” [সহীহুল জামে-সুয়ূতী রহ.। আলবানী রহ. এর তাহকীকে হাদিসটি সহিহ]
——–
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার,KSA