ওযু করার সময় মহিলাদের মাথার ওড়না বা হিজাবের উপর দিয়ে মাসেহ করা

প্রশ্ন: ওযু করার সময় মহিলাদের মাথার ওড়না বা হিজাবের উপর দিয়ে মাসেহ করা জায়েয আছে কি?
উত্তর:
সহীহ হাদীসে বর্ণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাগড়ীর উপর মাসেহ করেছেন। এর উপর ভিত্তি করে ইবনে হাযম সহ কিছু আলেম, মহিলাদের মাথার হিজাব বা ওড়নার উপর মাসেহ করা বৈধ বলে ফতোয়া প্রদান করেছেন। কিন্তু সরাসরি এ ব্যাপারে দলীল পাওয়া যায় না।
তাই শাইখুল ইসলাম তাইমিয়া রহ. ও আধুনিক যুগের শাইখ উসাইমীন রহ. প্রমূখ বলেন, “ঠাণ্ডা আবহাওয়ার কারণে কষ্ট হলে বা মাথা থেকে খুলে পূনরায় মাথায় হিজবা বাধা যদি কষ্টকর মনে হয় তাহলে তারা মাথার হিজাব/উড়নার উপর মাসেহ কতে কোন অসুবিধা নেই। আর এমনটি না হলে তার উপর মাসেহ না করাই উত্তম। কেননা, এ ব্যাপারে কোন সহীহ দলীল বর্ণিত হয় নি।”
(যাদুল মুস্তাকনা ১/২৩৯)
সুতরাং বলব, বিশেষ কোন ওজর থাকলে মহিলাদের মাথার ওড়ানা বা হিজাবের উপর মাসেহ করা জায়েয রয়েছে। যেমন, ঠাণ্ডা আবহাওয়া, মাথা খুলে মাসেহ করলে পর পুরুষ দেখার সম্ভাবনা, মাথায় মেহদী দিয়ে কাপড়ের মাধ্যমে চুল বাধা থাকলে বা খোলার পর পূণরায় বাধা কষ্টকর ইত্যাদি। অন্যথায় মাসেহ করা ঠিক নয়।
আল্লাহু আলাম

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব