উপহার দাতাকে খুশি করার জন্য মিথ্যা বলা

প্রশ্ন: কেউ যদি আমাকে কিছু উপহার দেয় কিন্তু জিনিসটা সুন্দর না হলেও উপহার দাতাকে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েয হবে কি?

উত্তর:

কেউ উপহার দিলে সেটা সুন্দর না হলে উপহার দাতাকে খুশি করার জন্য সরাসরি মিথ্যা বলা যাবে না। কেননা ইসলামে মিথ্যা বলা বড় গুনাহ এবং মুনাফিকের বৈশিষ্ট।

তবে ক্ষেত্র বিশেষ তাওরিয়া করা বা একটু ঘুরিয়ে কথা বলা জায়েয আছে। এ ক্ষেত্রে উপহার দাতাকে মিথ্যা কথা বলে খুশি করার চেষ্টা না করে এমন কিছু কথা বলবেন যেন সে খুশি হয়। যেমন: জাযাকাল্লাহ খাইরান, আপনার উপহার পেয়ে আমি আনন্দিত।
শুকরিয়া, আপনি আমাকে স্মরণ করেছেন- এতে আমি অনেক খুশি হয়েছি।
আপনার পছন্দের প্রশংসা করতেই হয়।
জিনিসটা যদি আনকমন হয়, বলবেন, মাশাআল্লাহ!! ব্যতিক্রমী জিনিস!
ইত্যাদি।
—————
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ, সৌদি আরব।।