আমাদের সমাজে জাদু ব্যাপকভাবে প্রচলিত। এর ক্ষতিকর প্রভাব অত্যন্ত গুরুতর। জাদুকে কালো জাদু (ব্ল্যাক ম্যাজিক), বান, কুফরি, কালাম, তাবিজ ইত্যাদি নামে ডাকা হয়। জাদু কোনো অবাস্তব বিষয় নয়। সমাজের কিছু মানুষ জাদুকে অবিশ্বাস করে, যা মূলত তাদের অজ্ঞতার পরিচায়ক। ইসলামে জাদুর অস্তিত্ব স্বীকৃত এবং এ বিষয়ে যথেষ্ট সতর্কবার্তা প্রদানের পাশাপাশি জাদু প্রতিরোধ ও তা থেকে মুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
❑ ইসলামের দৃষ্টিতে জাদুর ভয়াবহতা:
ইসলামের দৃষ্টিকোণ থেকে জাদু এমন একটি পাপ, যা দশটি বড় অপরাধের অন্তর্ভুক্ত। এটি কোনো ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দিতে পারে, অর্থাৎ জাদুকর মুরতাদ (ধর্মত্যাগী) হয়ে যায়। হাদিসে জাদুকে সাতটি ধ্বংসাত্মক পাপের মধ্যে গণ্য করা হয়েছে। ইসলামি ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী, জাদুকরের শাস্তি মৃত্যুদণ্ড। বর্তমানে সৌদি আরবে এই বিধান কার্যকর রয়েছে আলহামদুলিল্লাহ।
❑ জাদু থেকে আত্মরক্ষার ইসলামি দিকনির্দেশনা:
জাদুকর মানুষ, পশু-পাখি, ফসল-ফল সবকিছুর জন্য ক্ষতিকর। এর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম বেশ কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা প্রদান করেছে। যেমন:
১. সকাল-সন্ধ্যার দোয়া ও জিকির নিয়মিত পাঠ করা।
২. বিশেষভাবে সকাল ও বিকেলে তিন কুল (সূরা ইখলাস, ফালাক ও নাস) পাঠ করা। পাশাপাশি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর একবার এবং রাতে ঘুমানোর আগে তিন কুল পড়ে হাতে ফুঁ দিয়ে মাথা, মুখ ও শরীরের উপরিভাগে যতদূর সম্ভব মাসেহ করা।
৩. বাড়িতে নিয়মিত সূরা বাকারা ও আলে ইমরান পাঠ করা।
৪. হাদিসে বর্ণিত জিন-শয়তান, জাদু-টোনা ও বদনজর থেকে রক্ষার জন্য নির্দিষ্ট দোয়াগুলো পাঠ করা। এগুলো বিভিন্ন দোয়ার কিতাবে পাওয়া যায়।
❑ জাদুকরদের প্রতি সমাজ ও রাষ্ট্রের করণীয়:
১. জাদুকরদের সংশোধনের উদ্যোগ গ্রহণ করা।
২. তওবা করে সংশোধিত না হলে তাদের সামাজিকভাবে বয়কট করা।
৩. জাদুকরদের বিরুদ্ধে আইন প্রণয়ন ও ইসলামি বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা (ইসলামে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড)।
৪. জাদু শিক্ষার বই, লিখনি, ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।
❑ জাদুকরদের প্রতি বার্তা:
জাদুকরদের কর্তব্য হলো আল্লাহকে ভয় করা, খাঁটি অন্তরে তওবা করা এবং এই নিকৃষ্ট ও ধ্বংসাত্মক কাজ থেকে ফিরে আসা। তাদের উচিত ভবিষ্যতে এ ধরণের কাজে আর না ফিরে যাওয়া। যদি কেউ এই অবস্থায় মারা যায়, তবে সে ইমানহীন অবস্থায় (কাফির হিসেবে) মৃত্যুবরণ করবে, যার পরিণতি চিরস্থায়ী জাহান্নাম। জাদুর মাধ্যমে কারও ক্ষতি করলে কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করার অপরাধে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। দুনিয়াতে কারও ক্ষতি করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করা বা ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক।
আল্লাহ আমাদের জাদু ও জাদুকরের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।