আল্লাহ নামটির অর্থ ও ব্যাখ্যা কি

প্রশ্ন: আল্লাহ নামটির অর্থ ও ব্যাখ্যা কি? এ নামটি কুরআনে কতবার এসেছে? বিস্তারিত জানতে চাই।
▬▬▬◄✪✪► ▬▬▬
উত্তর:
আল্লাহ اللَّـهُ শব্দের অর্থ মা’বুদ বা উপাস্য।

আল্লাহ হচ্ছেন সেই স্বত্বা যার কাছে সমগ্র সৃষ্টিলোক তাদের সকল অভাব-অনটন ও বিপদাপদে পরম ভালবাসা, ভয়ভীতি ও বিনম্র ভক্তি-শ্রদ্ধা সহকারে ছুটে যায়।
তিনি সৃষ্টিকুলের ইবাদত ও দাসত্বের অধিকারী। তিনিই মাবূদ-উপাস্য, তাঁর কাছে বিনীত হতে হয়, রুকু-সিজদাসহ যাবতীয় ইবাদত-উপাসনা তাঁকেই নিবেদন করতে হয়।
তিনি সমগ্র বিশ্ব চরাচরের একমাত্র স্রষ্টা, জীবনদাতা, মৃত্যুদাতা, রিযিকাদাত এবং সব কিছুর একচ্ছত্র অধিপতি ও নিয়ন্ত্রক।
এ নামের মধ্যেই তাঁর সকল সুন্দর নাম ও গুণাবলীর সমন্বয় ঘটেছে।

❖ কুরআনে এ নামটি মোট ২৭২৪ বার উল্লেখিত হয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন:
إِنَّنِي أَنَا اللَّـهُ لَا إِلـهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
“আমিই আল্লাহ। আমি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে সলাত কায়েম কর।” (সূরা ত্বা-হা: ১৪)
আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছাস, ভালবাসা ও সম্মান সহকারে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে তাঁর প্রতি নি:শর্ত ও নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ ও তাঁর দাসত্বকে বরণ করার মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনকে সাফল্য মণ্ডিত করেন। আল্লাহু্ম্মা আমীন।
▬▬▬◄✪✪► ▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,সউদী আরব