আরবী হরফ ض এর সঠিক উচ্চারণ

প্রশ্ন: দোয়াদ এর উচ্চারণ একেকজন একেক রকম বলছেন।কেউ জোয়া উচ্চারণ করছেন কেউ দোয়াদ।আমাদের আসলে কোনটি করা উচিত? আর কিসের উপর ভিত্তি করে এরকম দুই ভাগ হয়ে গেলো? বিষয়টি বিস্তারিত বলবেন আশা করি।
উত্তর:
আরবী প্রতিটি অক্ষরকে তার মাখরাজ অনুযায়ী যথাযথভাবে উচ্চারণ করা অপরিহার্য। 
আরবীতে উচ্চারণগত পার্থক্যের কারণে শব্দের অর্থগত পরিবর্তন সাধিত হয়। তাই তাজবীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মাখারিজুল হুরুফ বা হরফের উচ্চারণ স্থল। বিশুদ্ধ উচ্চারণের উদ্দেশ্যে এ বিষয়ে যথার্থ জ্ঞানার্জন করা ও সেগুলো চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ।

পৃথিবীতে একামাত্র আরবী ছাড়া আরও কোন ভাষায় হুবহু ‘যোয়াদ‘ এর মত উচ্চারণ নাই। তাই আরবীকে বলা হয় ‘যোয়াদের ভাষা’। আর উচ্চারণগত দিক দিয়ে এটি সবচেয় কঠিন উচ্চারণ। তাই অনারবদের জন্য এর যথার্থ উচ্চারণ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়।
এই কারণে এর উচ্চারণ নিয়ে দ্বিমত পরিলক্ষিত হয়। আরেকটি কারণ হল,
(ض) এর উচ্চারণ বিষয়ে স্কলারদের মাঝেও কিছুটা দ্বিমত রয়েছে।

যাহোক, আমাদের চেষ্টা করতে হবে সঠিকভাবে উচ্চারণ করার। এর উচ্চারণ যত কঠিন হোক না কেন, আমরা জানি, চেষ্টার অপর নাম সাফল্য। চেষ্টা করলে এর সঠিক উচ্চারণটি আয়ত্ব করা কোন ব্যাপার নয়।
সুতরাং যোযাদ এর সঠিক উচ্চারণ শিক্ষা ও প্র্যাক্টিস করার জন্য নিম্নোক্ত ভিডিও দুটি ফলো করার জন্য অনুরোধ করব। আল্লাহ তাওফিক দান করুন। আমীন।
https://www.youtube.com/watch?v=bw8W-QW3PuU&t=4s
আরেকটি ভিডিও: https://www.youtube.com/watch?v=78jBPJlU1c8&t=67s