আকীকার দুটি ছাগল একসাথে জবেহ না করে কিছু দিন পরপর জবেহ করা

প্রশ্ন:
আকীকার দুটি ছাগল একসাথে জবেহ না করে কিছু দিন পরপর জবেহ করা জায়েয কি?

-গরুর ভাগা দিয়ে আকীকা করা হলে পূণরায় ছাগল দিয়ে দিয়ে আকীকা করা জায়েজ আছে?
————————
উত্তর:
১. ছেলে সন্তানের জন্য আকীকা হিসেবে দুটি ছাগল কোন সমস্যার কারণে একসাথে জবেহ করতে না পারলে একবার একটা দেয়ার পর মাঝখানে বিরতী দিয়ে পরবর্তীতে আরেকটি জবেহ করা জায়েয আছে।
২. একটা গরু বা গরুর একটি ভাগা দিয়ে আকীকা দেয়া সুন্নাহ পরিপন্থী। কেউ অজ্ঞতা বশত: বা সমাজে প্রচলিত ফতোয়া মোতাবেক এভাবে আকীকা দিয়ে থাকলে যদি সামর্থ্য থাকে তাহলে পূণরায় ছাগল/দুম্বা দিয়ে সুন্নাহ মোতাবেক আকীকা দেয়া উত্তম- এতে কোন সন্দেহ নাই। কিন্তু সামর্থ না থাকলে আশা করা যায়, আল্লাহ তাআলা আগেরটাই কবুল করবেন। কারণ, সুন্নতী পদ্ধতিটি তার জানা ছিল না অথবা আমাদের সমাজের প্রচলিত ফতোয়া মতাবেক দিয়েছিল।
– সুতরাং উক্ত সন্তানের পিতা-মাতার জন্য পূণরায় ছাগল জবেহ করে আকীকা করা উত্তম। আল্লাহ আলাম।
——–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।